টেস্ট সিরিজের দুটি ম্যাচেই হারের পর এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বিসিবি একাদশের সঙ্গে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের যে প্রস্তুতি ম্যাচ হয়েছে, তার ফল থেকে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে যে টেস্ট সিরিজের চেয়ে অনেক কঠিন হবে ওয়ানডে সিরিজটি।
এখন এসব ছাপিয়ে বাংলাদেশ দলের বাড়তি উত্কণ্ঠা হিসেবে যোগ হয়েছে সাকিব আল হাসানের অনুপস্থিতি। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। তবে এখন সেটা না ভেবে দায়িত্বশীলতার সঙ্গে খেলার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। আর প্রেরণা হিসেবে বাংলাদেশর সামনে থাকছে গত মার্চের এশিয়া কাপের স্মৃতি। ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে শিরোপা না জিততে পারলেও ভারত ও শ্রীলঙ্কাকে হারানোর স্মৃতি থেকে আত্মবিশ্বাস সংগ্রহ করেই আগামীকাল খুলনায় স্যামি-গেইলদের মুখোমুখি হবে টাইগাররা।
বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল হেরেছিল ৫ উইকেটে; আর বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১৮ রানের বড় ব্যবধানে। এই ফল বিবেচনায় নিলে এ মুহূর্তে একদিনের ক্রিকেটে বাংলাদেশ যে সফরকারীদের চেয়ে খানিকটা পিছিয়ে আছে, তা অনুমান করা যায়। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিটা বাংলাদেশ শিবিরে যোগ করেছে বাড়তি উদ্বেগ। সাকিবের অনুপস্থিতিতে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীলতার সঙ্গে খেলতে হবে বলে সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। কাল খুলনায় প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘আমরা যদি সাকিবকে পেতাম, তাহলে হয়তো উইকেট যাচাই করে বাড়তি একজন ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে পারতাম। কিন্তু এখন আমাদের ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে। যাঁরা দলে আছেন, তাঁদের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই; কিন্তু এটা তাঁদের জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটা ব্যাপার।’
এ বছর এর আগে মাত্র চারটি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত মার্চে এশিয়া কাপে। সে সময় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে চলে গিয়েছিল টাইগাররা। হারের স্বাদ দিয়েছিল গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও শ্রীলঙ্কাকে। ফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা অধরা থেকে গেলেও ওই ধারাবাহিক ভালো পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস অর্জন করছেন মুশফিক। তিনি বলেছেন, ‘এশিয়া কাপে আমরা ভালো পারফরম্যান্স দেখিয়েছি। একদিনের ক্রিকেটে আমরা ধারাবাহিকভাবেই ভালো খেলেছি। কাজেই আমরা এখনো আত্মবিশ্বাসী। তবে আমরা এশিয়া কাপের পর আর কোনো একদিনের ম্যাচ খেলিনি। তাই এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জও বটে।’ ক্রিকইনফো।
Leave a Reply