হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ/এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদির বদান্যতায় ১৫ জন অসহায় দুঃস্থ মহিলা সেলাই মেশিন পেয়েছেন। ২৭ ডিসেম্বর বিকালে টেকনাফ উপজেলা পরিষদ চত্বর সহিত মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে মহিলাদের নিকট সেলাই মেশিন হস্তান্তর করেন। প্রশিক্ষণ প্রাপ্ত এসব মহিলারা হচ্ছেন- কেকেপাড়ার খুরশিদা বেগম, তমিম আকতার, মনি পাল, অলিয়াবাদের রুবি চৌধুরী, গুচ্ছগ্রামের মোঃ ইসলাম, মোঃ এনাম, জালিয়াপাড়ার হাসিনা বেগম, নুর আয়েশা, মনোয়ারা আকতার,নাছিমা আক্তার, হালিমা আকতার, তসলিমা, ডেইলপাড়ার মর্জিনা আক্তার, ইসলামাবাদের সানজিদা আকতার, পুরান পল্লানপাড়ার হাসিনা আকতার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সামছুল ইসলাম মেহেদী, মহিলা বিষয়ক অফিসার আলমগীর কবির, সমাজ সেবা অফিসার আব্দুল মান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাইফুল আলম, প্রাইমারী শিক্ষা অফিসার আ,ন,ম আব্দুল্লাহ, একাডেমীক সুপার ভাইজার নুরুল আবছার, মিডিয়াকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এমপি বদির একান্ত সচিব আলহাজ্ব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এমপি বদি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- দুঃস্থ মহিলাদের আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে এই সেলাই মেশিন প্রদান করা হয়েছে।#######