নিজস্ব প্রতিনিধি টেকনাফ….ফেইসবুকে পবিত্র কোরআন শরীফের অবমাননাকর দৃশ্য প্রচারকে কেন্দ্র করে টেকনাফে প্ররোচনামুলক হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জাতীয় দৈনিক ভোরের ডাকের টেকনাফ সংবাদদাতা ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশ বিদেশের নিজস্ব প্রতিনিধি রমজান উদ্দিন পটল হামলার শিকার হওয়ায় সাংবাদিক সমাজ রাজনীতিবিদসহ বিভিন্ন মহল তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। উখিয়া টেকনাফের সংসদস সদস্য আলহাজ আব্দুর রহমান বদি, টেকনাফ উপজেলা আওয়ামীগের সভাপতি জাফর আলম চৌধুরী, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী, এডভোকেট তারেক, জেলা জিয়া পরিষদের আহবায় কে.এন মুজিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজির হোসেন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হারুন রশিদ সিকদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সফিক আহমদ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মুহাম্মদ আবদুল ওয়াজেদ, হোয়াইক্যং উত্তর ও দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক জুনাইদ আলী চৌধুরী, আলী আকবর মেম্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলার জয়েন্ট সেক্রেটারী একে নিজামী, এলডিপি নেতা কবির আহমদ চৌধুরী, বিএনপি নেতা আলী আহমদ মেম্বারসহ বিভিন্ন মহল ও টেকনাফে কর্মরত সাংবাদিক ও মানবধিকারকর্মীরা সাংবাদিক পটলের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
গত ৩০ অক্টোবর পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে হোয়াইক্যং বাজারের শত শত মুসলিম জনতা বিক্ষোভ মিছিল বের করে । জনতা লাঠি মিছিল নিয়ে সন্ধায় জোয়ারী খোলা বৌদ্ধ মন্দিরে গিয়ে হামলার চেষ্টা চালায়। এসময় পুলিশ উত্তেজিত জনতাকে বাধা দিলে পুলিশ জনতার মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে মটর সাইকেল যোগে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে জনতার ছুড়ে মারা ইট পড়ে মাথায় আঘাত পায়। কঠিন ঝুকিপুর্ণ অবস্থায় আঘাতপ্রাপ্ত হওয়ার পরও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উত্তেজিত জনতাকে শান্ত করতে সামাজিক দায়িত্ব পালন করেন তিনি। এমতাবস্থায় পুলিশের লাঠিচার্জে আরেক দফা আঘাত প্রাপ্ত হয়। দীর্ঘক্ষুণ পুলিশ জনতা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলাকালে জীবন বাজি রেখে দায়িত্ব পালন কালে হামলায় আহত মুমুর্ষ সংখ্যালঘু ভাই-বোনকে জরুরীভাবে ডাক্তারের কাছে পৌছে দেয়ার মানবিক সহায়তাকরতে গিয়ে হোয়াইক্যং ষ্টেশনে উত্তেজিত জনতা হামলা চালায়। প্রভাবশালী একটি চক্র পরিকল্পিত উস্কানীতে পটলের উপর হামলার এক পর্যায়ে তার ব্যবহূত মটর সাইকেল ভ্যাপক ভাংচুর করে। বিষয়টি নিয়ে জনপ্রনিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতা,ও সাংবাদিকদের মধ্যে তীত্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৃথক বিবৃতিতে বিভিন্ন মহল এর তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী ও ইন্ধনদাতা প্রভাবশালী চক্রের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। ##
Leave a Reply