শনিবার, ১ সেপ্টেম্বর ২০১২, একেই বোধহয় বলে, জনপ্রিয়তার শক্তি। তাই টানা কয়েকবছর নাটকের সিক্যুয়েল জনপ্রিয়তার কারণেই অবশেষে এবারে পরিচালক নিজেই আরমান ভাইকে নিয়ে সিরিয়াল বা মেগা সিরিয়াল নয়, একেবারে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। এ প্রসঙ্গে পরিচালক সাগর জাহান বলেন, ‘আসলে নতুন একটি কনসেপ্ট জনপ্রিয় হওয়ার রেকর্ড আছে, কিন্তু টানা কয়েকবছর এর সিক্যুয়েলের জনপ্রিয়তার কারণেই এই নতুন সিদ্ধান্তের শক্তিটা পেয়েছি। এ ব্যাপারে এখন কেবল প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। জাহিদ ভাইয়ের সাথেও কথা হয়েছে। ইচ্ছে আছে, এবছরেই এর কাজটি শুরু করার। এখন দেখা যাক সবকিছু ঠিক থাকলে এবছরেই শুরু করে দিব।’
উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই ঈদ উপলক্ষে বাংলাভিশনে জাহিদ হাসানকে নিয়ে পুরোনো ঢাকার আঞ্চলিকতা সমৃদ্ধ সিক্যুয়েল নাটক তৈরি হচ্ছে। সেই ধারাবাহিকতায় নাটকটি শুধু প্রথম ঈদই নয়, টানা কয়েক ঈদ ও বৈশাখেও সুপারহিট হয়।’ খুব শিগগিরই এর পুর্ণাঙ্গ কাস্টিং ঘোষণা করা হবে বলে জানান পরিচালক।
Leave a Reply