আনোয়ার হোছাইন ঈদগাঁও.…………এক স্বামীর সংসারে থেকে গোপনে অন্য স্বামীর গ্রহণের ঘটনা ৮ মাস পর প্রথম স্বামী জানতে পেরে তার অভিযোগের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সমাজের মান্যগন্য ব্যক্তিবর্গের সিন্ধান্তে স্ত্রীকে ২য় স্বামীর ঘরে তুলে দেয়ার ৩ দিনের মাথায় ওই স্বামীকেও তালাক দিলেন ৪ সন্তানের জননী হাসিনা আক্তার (২৬) নামের এক মহিলা। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে ওই মহিলা প্রথম স্বামীর ঘরে পুনরায় ফিরে যেতে বিভিন্ন চলচাতুরীর আশ্রয় নিচ্ছে বলে জানা গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া গ্রামে। উল্লেখ্য গত ৩০ জুন সোন মিয়া নামের এক হতভাগ্য ৪ সন্তানের জনক তার মোবাইল সীমের প্রয়োজনীয় কাগজ পত্র খুঁজতে গিয়ে দেখতে পান স্ত্রী হাসিনা আক্তার (২৬) বিগত ২৩ নভেম্বর ২০১১ইং তারিখে গোপনে নোটারি পাবালিক মূলে (যার রেজিঃ নং- ২৩৭৪) একই এলাকার মৃত মানিকের পুত্র ৩ সন্তানের জনক শাহাজাহন নামের এক ব্যক্তিকে বিয়ে করে তা গোপন রেখে সোনা মিয়ার সাথে অবৈধ সংসার চালিয়ে যাচ্ছিল। এ ঘটনা জানার পর বিষয়টি সোনা মিয়া স্থানীয় মেম্বারকে অবহিত করলে স্থানীয় চেয়ারম্যন নুরুল হক ও প্যানেল চেয়ারম্যান মেম্বার জসিম উদ্দিন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের পরামর্শক্রমে উক্ত মহিলাকে গোপনে বিয়ে করা স্বামী শাহাজাহানের ঘরে তুলে দেন। কিন্তু ওই মহিলা ৩ দিনের মাথায় গত ০১জুলাই দ্বিতীয় স্বামী শাহাজানকেও নোটারি পাবলিক মূলে (যার রেজিঃ নং- ১৫৮৬) তালাক প্রদান করেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় নানা হাস্য রহস্যের। এদিকে উক্ত মহিলার অভিযোগ দ্বিতীয় স্বামীর ভাই সাহাব উদ্দিন তাকে চেয়ারম্যান ও মেম্বারের কথা বলে তার ভাইকে তালাক দিতে প্ররোচিত করে। একূল অকূল হারিয়ে পাগল হয়ে পড়া হাসিনা প্রথম ও দ্বিতীয় স্বামী এবং দ্বিতীয় স্বামীর ভাই দেবর সাহাব উদ্দিনকে বিবাদী করে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে হলে তিনি তালাক প্রদান ও অভিযোগ দায়েরের বিষয়টি স্বীকার করেন। এক মহিলার অনলে পুড়ে দুর্বিসহ জীবন যাপন করতে হচ্ছে দুই পরিবারের ১১ জন সদস্যকে। অপরদিকে মা’কে হারিয়ে ৪ সন্তানও কাঁদছে অঝর নয়নে। প্রথম স্বামীর পরিবারের অভিযোগ ওই মহিলা ফের তার সংসারে ফিরতে তার বিরুদ্ধে নানা চল চাতুরীর আশ্রয় নিচ্ছে। এ ব্যাপারে তিনি সমাজের গন্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।
Leave a Reply