একসময় তাঁদের প্রতিদ্বন্দ্বিতা ছিল তুঙ্গে। সময় বদলে গেছে। মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা এখন আর সেই প্রতিযোগিতায় নেই। এ সুযোগই কাজে লাগালেন অনুভব সিনহা। গুলাব গ্যাং নামের একটি ছবি তৈরি করছেন এই পরিচালক। এতে এক ফ্রেমে বন্দী হবেন মাধুরী ও জুহি। এবারই প্রথম একই ছবিতে নাম লেখালেন এই দুই তারকা। অনুভব বলেন, ‘বলিউডের পর্দায় এই প্রথম তাঁদের একসঙ্গে দেখা যাবে। এর থেকে ভালো কুশীলব আর কোথায় পাব! আমি মনে করি, খুব ভালো একটি ছবি হবে। কারণ, এর কাহিনিটাও বেশ শক্তিশালী।’ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে গুলাব গ্যাং। জি নিউজ ব্যুরো।
Leave a Reply