কনফেডারেশনস কাপের সেমিফাইনালে উরুগুয়ের সামনে সতর্ক । বুধবার শিরোপার লড়াই নিশ্চিত করতে বেলো হরিজন্তের মাঠে নামছে লাতিন আমেরিকার দুই প্রতিবেশী দেশ।
সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে তেমন দুর্দান্ত পারফরমেন্স করতে না পারলেও টুর্নামেন্টে ফর্ম ফিরে পেয়েছে উরুগুয়ে। ২০১১ সালের লাতিন আমেরিকান চ্যাম্পিয়নরা ব্রাজিলের মাটিতে শুরু করেছিল স্পেনের কাছে হেরে। পরে নাইজেরিয়াকে হারিয়ে উড়িয়ে দিয়েছে পুঁচকে তাহিতিকে।
আর এতে করেই উরুগুয়ের সামনে দলকে সতর্ক থাকতে বললেন ব্রাজিলিয়ান গোলরক্ষক হুলিও সিজার। তার মতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট এডিনসন কাভানি, দিয়েগো ফোরলান ও লুইস সুয়ারেজ,‘আ্ক্রমণভাগে তারা অনেক শক্তিশালী। নিজেদের পক্ষে তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে।’
দলের এই ভরসামূলক তারকা িআরও বললেন,‘আমি তাদের ভালো করে জানি। আমাদের সতর্ক থাকতে হবে। ছোটখাটো ব্যাপারও ম্যাচ নির্ধারণ করে দিতে পারে।’
এদিকে টানা দুবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও দারুণ ফর্মে। জাপান, মেক্সিকো ও ইতালির বিপক্ষে সহজ জয় পেয়েছে তারা। তিন ম্যাচেই গোল পেয়েছেন তারকা নেইমার। উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ দুটি ম্যাচে জয়ের অভিজ্ঞতাও আছে সেলেসাওদের।