মোজাম্মেল হক বাহার,শামলাপুর…সনম্প্রতি রামুতে কোরান অবমাননার ইস্যু নিয়ে জেলার বিভিন্ন বৌদ্ধ বসতিতে ভাংচুর, অগ্নি সংযোগ ও কোন প্রকার মিছিল মিটিং না করে কেন অপরাধিদের তালিকায় উখিয়া জালিয়া পালং ইউনিয়নের মনখালী গ্রামের মুসলিম জনতা? এ প্রশ্নের জবাব চাই অত্র এলাকার সম্মিলিত মুসলিম জনতা। জানা যায় স্থানীয় মনখালী চাকমা পাড়ার কিছু চাকমা ও ক্ষমতাসীন কিছু লোক রাজনৈতিক উদ্যেশ্য হাসিল করার জন্য এলাকার কিছু মুসলিমদেরকে অযথা হয়রানী করার জন্য প্রশাসনকে ভূঁয়া রিপোর্ট দিয়ে এলাকায় তান্ডব লীলা চালিয়ে যাচ্ছে। যার ফলে এলাকার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসা-স্কুলের শিক্ষক শিক্ষার্থী, ইউ,পি মেম্বার সহ সাধারণ জনগণ দিশেহারা প্রায়। এলাকায় অরাজকতা সৃষ্টি করার জন্য এ রকম অপ প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করেন এলাকার সচেতন জনমহল। প্রশাসনের নিকট এলাকার মানুষের আকুল আবেদন, সরে জমিনে তদন্ত পূর্বক যেন এ ব্যাপারে ব্যবস্থা নেয়।
Kono nirdos muslim jodi sei gotonar sikar hoi tahole setar polapol valo hobe na ekdom e..