এম বশর চৌধুরী উখিয়া, >কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কার্যকরী পরিষদ নির্বাচন ২০১২ এর চুড়ান্ত প্রার্থীর তালিকা গতকাল ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এম আবুল কালাম আজাদ জানান, তালিকায় সভাপতি পদে ৩জন, সহ সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, অর্থ সম্পাদক পদে ২ জন ও নির্বাহী সদস্য পদে ৫ জনের নাম চুড়ান্ত ভাবে প্রকাশ করা হয়েছে। দৈনিক আমার দেশ ও হিমছড়ি প্রতিনিধি সাংবাদিক এএইচ সেলিম উল্লাহ যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল/বাঁকখালী প্রতিনিধি সাংবাদিক এম বশর চৌধুরী দপ্তর ও প্রচার সম্পাদক এবং সাংবাদিক জিয়াউল হক সুমন সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছে। সভাপতি পদে গফুর মিয়া চৌধুরী, ফারুক আহম্মদ, আব্দুর রহিম, সহ সভাপতি পদে দীপন বিশ্বাস, আমানুল হক বাবুল, সাধারণ সম্পাদক পদে সরওয়ার আলম শাহীন, রতন কান্তি দে, হুমায়ুন কবির জুশান, অর্থ সম্পাদক পদে নুরুল হক খান, শফিউল ইসলাম আজাদ, নির্বাহী সদস্য পদে সুলতান মাহমুদ চৌধুরী, সাইফুর রহিম শাহীন, আব্দুল আজিজ, আহসান সুমন, কাজী হুমায়ুন কবির বাচ্চু। উল্লেখ্য আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্টিত হবে।
এম বশর চৌধুরী,
উখিয়া (কক্সবাজার)
মোবাইল- ০১৮২৬-১৪১৪০৪।
ই-মেইল- রষড়াবঁশযরুধ@মসধরষ.পড়স
Leave a Reply