এম বশর চৌধুরী উখিয়া উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩৫ জন পলাতক আসামী গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত এসব আসামীদের মধ্যে সাজা প্রাপ্ত, বন মামলা, ডাকাতি মামলা, হত্যা মামলা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, অস্ত্র মামলা ও অন্যান্য মামলার আসামী রয়েছে। গতকাল শনিবার ১ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশের ৫টি টিম এ বিশেষ অভিযান পরিচালনা করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। থানার উপ-পরিদর্শক আবু জাফর ও সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম পলাতক আসামীদের গ্রেপ্তার করে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply