এম বশর চৌধুরী, উখিয়া, উখিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত ডাক্তার হাসান কৃর্তক চিকিৎসার নামে এক মহিলার ষ্পর্শ কাতর স্থানে হাত দেওয়ার ঘটনা নিয়ে গত ১৮ নভেম্বর (রবিবার) উখিয়ায় দিনভর উত্তেজনা বিরাজ করেছে। জনৈক ড্রাইভারে স্ত্রী (নাম গোপন রাখা হল) অসুস্থ্য হয়ে উখিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে গেলে উক্ত ডাক্তার হাসান ওই মহিলার ষ্পর্শ কাতর স্থানে হাত দিয়ে ধলিত করলে ওই মহিলা চিৎকার দিয়ে উঠে। ঘটনা স্থানীয় ভাবে চাউর হয়ে গেলে উখিয়া ষ্টেশন থেকে শত শত উত্তেজিত জনতা মারমুখী হয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রে গেলে উক্ত ডাক্তার কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, ডাক্তার হাসান উখিয়া-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে রোগীদের সাথে র্দু-ব্যবহার, সুন্দরী মহিলা রোগীদের সাথে অশুভ আচরন, সরকারী ওষুধ কাল বাজারে বিক্রি, বহিরাগত লোক দিয়ে স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা, ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের সাথে অড্ডা দিয়ে কর্তব্য কাজে অবহেলা ও নানা অনিয়ম দূর্ণীতি করে আসছে। বর্তমান সরকার গ্রামের গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয় কেন্দ্রে প্রয়োজনী ওষুধ সরবরাহ ও ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করলেও উখিয়ায় এর ব্যতিক্রম। সচেতন মহলের অভিযোগ, উখিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার হাসান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সরকারী ওষুধ গরীব রোগীদের যথাযথ বন্টন করেনা। এছাড়াও মহিলা রোগীদের সাথে অনৈতিক আচরন সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। এব্যপারে ডাক্তার হাসান তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন। এলাকাবাসী ডাক্তার হাসানের শাস্তি দাবী করেছেন।
Leave a Reply