আবদুর রহিম সেলিম, …কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বিএনপি-জামায়াত ক্যাডারেরা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মী জাফর আলমের বসত-বাড়ীতে ভাংচুর ও হামলা চালিয়ে ৭ মাসের শিশু সহ ৫ জনকে গুরুতর আহত করেছে। গত রোববার সন্ধ্যা ৭টায় হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মাতবর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মাতবর পাড়া গ্রামের স্বেচ্ছাসেবকলীগের কর্মী জাফর আলমের বাড়ীতে গিয়ে একই এলাকার শাহ আলম, ছিদ্দিক আহমদ ও মোহাম্মদ শাহ জাহানের নেতৃত্বে ৫/৬ জনের একদল বিএনপি-জামায়াতের ক্যাডার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর, মারধর ও লুটপাট চালায় বলে আক্রান্ত স্বেচ্ছাসেবকলীগ কর্মী জানান। বাড়ীর মালিক জাফর আলম বাড়ীতে না থাকার সুযোগে পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় বাধা দিতে গিয়ে ক্যাডারদের হামলায় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী লায়লা আক্তার (১৪), হুমায়রা আক্তার মুন্নি (২৫), ছমিরা আক্তার (১৬) মোহাম্মদ আলমের স্ত্রী শাহনাজ বেগম(২০) ও তার ৭ মাসের শিশু সন্তান মেহেদী গুরুতর আহত হলে তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে জামায়াত-বিএনপি ক্যাডারেরা হামলা থেকে ৭ মাসের শিশু সন্তান পর্যন্ত রক্ষা পায়নি। তাছাড়া ২টি বাড়ী-ঘরে ভাংচুর চালিয়ে তাদের ব্যাপক ক্ষতিসাধন করে। পুলিশ জানায়, হামলার বিষয়ে থানায় খবর আসে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। স্থানীয় চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু জানান, খবর পেয়ে তার কর্মী সমর্থকদের তিনি উদ্ধার করতে পাঠান। এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
##
Leave a Reply