এম বশর চৌধুরী উখিয়া…কক্সবাজারে উখিয়ার ইনানী সমুদ্র উপকুল দিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি কালে ৯ জন বিদেশী নাগরিক গ্রেপ্তার করেছে পুলিশ। গত কাল ১২ নভেম্বর ভোর রাতে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাঈদ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে রূপপতি গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে গফুর মিয়ার বাড়ী থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন, নুর হোছন (২৪), কামাল (৩০), দিল মোহাম্মদ (৩৮), ফারুক (১৯), জোবাইর হোসেন (২০), মনজুর আহম্মদ (১৮), কাশেম (৪০), আবুল কালাম (২৬), মোঃ আজিম (৩৬), তারা সকলেই মিয়ানমারের নাগরিক। তারা অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিয়াছিল। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাঈদ মিয়া জানান, জালিয়া পালং ইউনিয়নের রূপপতি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জমির মিয়া, মৃত ইসলাম মিয়ার ছেলে গফুর মিয়া ও মিয়ানমারের নাগরিক লেদা শরনার্থী ক্যাম্পের মৃত জমির মিয়ার ছেলে নাগু মিয়া সহ সংঘবদ্ধ একটি সিন্ডিকেট দালাল চক্র দীর্ঘ দিন ধরে সাগর পথে মালয়েশিয়া আদম পাচার করে আসছেন। এ ব্যাপারে উখিয়া থানায় মানব প্রচার প্রতিরোধ আইন/১২ এর ৭, তৎসহ ১৯৪৬ সনের বিদেশী নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply