এম বশর চৌধুরী::::উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক চৌধুরী ও চ্যানেল টুয়ান্টিফোর এর কক্সবাজার জেলা প্রতিনিধি ইমরুল কায়েস চৌধুরীর গ্রামের বাড়িতে ককটেল ও গুলি বর্ষনের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে উখিয়া থানায় বিষ্ফোরক উপাদানাবলী (সংশোধিত) ২০০২ এর ৫ ধারায় মামলা রুজু হযেছে। গত ৮ জুলাই (সোমবার) ভোরে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা সাবেক চেয়ারম্যান ও তার পরিবারের লোকজনদের হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলায় রুমখা চৌধুরী পাড়া গ্রামের মোঃ শফি সিকদারের ছেলে আবুল ফজল (২৫), মোঃ জাহাঙ্গীর (৩২), মোজাম্মেল (৩০), রবিউল (২৪), জলিল আহমদ প্রঃ লেদুর ছেলে সাখাওয়াত হোসেন (১৯), মৃত আদম শফির সিকদারের ছেলে মোঃ শফি সিকদার (৬০) কে আসামী করা হয়। মামলার বাদী চ্যানেল ২৪ এর কক্সবাজার জেলা প্রতিনিধি ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন, মাইক্রোবাস আরোহি একদল সশস্ত্র সন্ত্রাসী উখিয়া উপজেলার রুমখা চৌধুরী পাড়াস্থ তাদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা গুলি বর্ষণ ও ককটেল বিষ্ফোরণ করে আতংক সৃষ্টি করে। এর পর বাড়ির দরজা, জানালা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে।