এম বশর চৌধুরী উখিয়া...কক্সবাজারের উখিয়ার তুতুরবিল গ্রামে গত ১নভেম্বর সকাল ৯ টায় মাটির দেওয়াল ধবসে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগে প্রকাশ, তুতুরবিল গ্রামের দিন মজুর কামাল উদ্দনের স্ত্রী বিবুলা খাতুন (২৬) ও শিশু পুত্র জাগির হোছন (৫) বাড়ীতে অবস্থান করা কালে বাড়ীর মাটির দেওয়াল ধবসে ঘটনাস্থলে মা ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উখিয়ার মনখালীতে মা ছেলেকে কুপিয়ে জখম
এম বশর চৌধুরী উখিয়া (কক্সবাজার),
কক্সবাজারের উখিয়ার মনখালীতে গত বুধবার (৩১ অক্টোবর) সকাল ৯ টায় সন্ত্রাসীরা মা ছেলে সহ ৩ জন কে কুপিয়ে জখম করেছে। বাপের বাড়ীতে বেড়াতে আসার পথে মনখালী ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় পৌছলে পূর্ব শত্রতার জের ধরে শামলাপুর আছাড় বনিয়া গ্রামের মৃত গোরা মিয়ার ছেলে শামশুল আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটায়। আহতরা হলেন, শামলাপুর আছাড় বনিয়া গ্রামের নুরুল আলমের স্ত্রী নুর জাহান (৩৪), ছেলে মোঃ হারুন (১০) ও মোঃ ফারুক (১২)। আহতদের মুমুর্ষ অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত নুর জাহানের ভাই ফরিদ আলম থানায় অভিযোগ করেছেন।
উখিয়ার ছৈয়দ নুর সওদাগরের নামাজে জানাযা সম্পন্ন
এম বশর চৌধুরী উখিয়া (কক্সবাজার),
উখিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আব্দুর রহিমের চাচা ছৈয়দ নুর সওদাগর (৬০) আর নাই। গত ৩১ আক্টোবর (বুধবার)সকাল ১১টায় তিনি মৌলভী পাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে……… রাজেউন। মৃত্যু কালে তিসি স্ত্রী, ৩ছেলে, ২মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ দিন ধরে হ্নদরোগে ভুগছিলেন। গতকাল তার জানাযা মৌলভী পাড়া জামে মসজিদ মাঠে সম্পন্ন হয়েছে। জানাযায় বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। হাফেজ নুরুল আমিন ইমামতী করেন। এদিকে মরহুম ছৈয়দ নুর সওদাগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুর রহিম, উখিয়া সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজানুর রশিদ মিজান, সাংবাদিক এম বশর চৌধুরী, মাহমুদুল হক বাবুল, এম আবুল কালাম আজাদ, গফুর মিয়া চৌধুরী, নুর মোহাম্মদ সিকদার প্রমুখ।
এম বশর চৌধুরী
উখিয়া (কক্সবাজার)
মোবাইল- ০১৮২৬-১৪১৪০৪।
Leave a Reply