এম বশর চৌধুরী:::: উখিয়ার পূর্ব মরিচ্যা কাঠালিয়া গ্রামে গতকাল ১২ জুলাই (শুক্রবার) সকাল ৭টায় পিএফ জমি নিয়ে সংঘর্ষে ৫জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তৎমধ্যে ২জনের অবস্থা আশংকা জনক। অভিযোগে প্রকাশ, পূর্ব মরিচ্যা কাঠালিয়া গ্রামের হাকিম আলীর বন বিভাগের ভিলেজারী সূত্রে প্রাপ্ত বসত ভিটার জমি থেকে ৮০ শতক জমি দীর্ঘ দিন ধরে জোর পূর্বক জবর দখল করার পায়তারা করে আসছিল একই গ্রামের মৃত ওসমান গনির ছেলে লিয়াকত আলী, চেহের আলী ও আব্দুল হাকিম। গতকাল ১২ জুলাই সকালে উক্ত ভুমি দস্যুরা স্থানীয় ভাড়াটিয়া সন্ত্রাসী অছিয়র রহমান, রফিক আহমদ, কালা মিয়া ও বার্মাইয়া সাহাব মিয়ার নেতেৃত্বে ১০/১১ জনের শসস্ত্র সন্ত্রাসীরা হাকিম আলীর বসত ভিটায় হামলা করে। এসম বাধা দেওয়ায় সন্ত্রাসীরা এলোপাতাড়ী পিটিয়ে ও কুপিয়ে মোঃ হোছন (২৮), কামাল উদ্দিন (১৮), মোঃ শরিফ (২২), মেহের আলী (৪৫) ও ছৈয়দ হোছন (৪০) কে গুরুতর জখম করে। আহতদের মধ্যে কামাল উদ্দিন ও মোঃ শরিফের অবস্থা আশংকা জনক। তাহাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।