এম বশর চৌধুরী …কক্সবাজারের উখিয়ার ভালুকিয়া মাঝের পাড়ায় ছোট ভাই বিদ্যুৎ বড়–য়া (৩০) পিটিয়ে তার বড় ভাই সনজিত বড়–য়া (৩২) কে খুন করেছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৬ আগষ্ট সন্ধ্যায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত লোকপাল বড়–য়ার ছেলে। এ ঘটনায় নিহতের শশুর বাবুল বড়–য়া উখিয়া থানায় অভিযোগ করে জানান, একটি প্রভাবশালী মহল তার জামাতার মৃত দেহ তড়িগড়ি করে শ্মশানে পুড়ানোর চেষ্টা করে হত্যা কান্ডের ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে।
Leave a Reply