আবদুর রহিম সেলিম, উখিয়া থেকে… কক্সবাজারের উখিয়া-টেকনাফ ও পার্বত্য বান্দরবান ও নাইক্ষংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত মিয়ানমার থেকে ধেঁয়ে আসছে রোহিঙ্গারা। রোহিঙ্গা বিস্ফোরনের আশংকায় কক্সবাজার জেলা বাসী চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। অথচ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অবাধ বিচরনের ফলে জেলার সর্বত্র আইন শৃংখলা অবনতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। এমনিতেই কক্সবাজার জেলায় জনসংখ্যার ভারে নুয়ে পড়া একটি সীমান্ত জনপদ। সেই সাথে বাড়তি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চাপে বেহাল অবস্থা বিরাজ করছে উখিয়া-টেকনাফ তথা কক্সবাজার জেলা জুড়ে। এদিকে বিজিবি সীমান্ত এলাকায় প্রতিনিয়ত টহলদান ও অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুশব্যাক পতকা বৈঠক সহ সীমান্ত পয়েন্ট গুলোর প্রতি সতর্ক নজরদারী ও তীক্ষè দৃষ্টি রয়েছে বলে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন। বিজিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সীমান্তের বসবাস কারী বাসিন্দারা তাদের ঘরে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষন করে তাদেরকে জেলার বিভিন্ন স্থানে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এতে অনেক সময় বিজিবি কর্মকর্তারা রোহিঙ্গাদের সনাক্ত করতে চরম বেকায়দায় পড়ে যায়। স্থানীরা জানান, দেশের অভ্যন্তরে কর্মরত কতিপয় এনজিও সংস্থার লোভনীয় অফার পেয়ে তারা দলে দলে দেশে প্রবেশ করছে। গত শনিবার ও রবিবার দুইদিনে প্রায় ১৮ জন রোহিঙ্গা সীমান্ত পার হয়ে আসার পথে বিজিবির হাতে আটক হয়। এসময় বিজিবি কর্মকর্তারা তাদেরকে লাইন ধরে বসিয়ে ওপারে পুশব্যাক করা হয় বলে বিজিবি কর্মকর্তারা জানান। উল্লেখ্য যে, উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে গত ৩দিনে ৩০জন রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়।
আবদুর রহিম সেলিম
উখিয়া, কক্সবাজার।
০১৮৪৩-০০৩৮৩৬
Leave a Reply