আবদুর রহিম সেলিম,উখিয়া …কক্সবাজারের উখিয়ার সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ ৪টি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে উখিয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। গতকাল রোববার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উপজেলা আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ অগ্নিদগ্ধ দীপাংকুর বৌদ্ধ বিহার, রাজাপালং জাদী বৌদ্ধ বিহার, রেজুরকুল সদ্ধর্ম বিকাশ বৌদ্ধ বিহার, পশ্চিম রতœা সুদর্শন বৌদ্ধ বিহারের ভিক্ষু ও পরিচালনা কমিটির কাছে প্রত্যেক মন্দিরে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ হোছাইন খান, আওয়ামীলীগ নেতা দিলীপ মল্লিক, আহমদ উল্লাহ সওদাগর, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুজিবুল হক আজাদ।
##
Leave a Reply