এম বশর চৌধুরী (উখিয়া), কক্সবাজার, উখিয়ার মধ্যম নিদানিয়ায় বসত ঘরের দরজা ভেঙ্গে গোল চম্পা বেগম (১৩) কে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সে ওই গ্রামের জাফর আলমের পালক কন্যা। গত ২৬ আগষ্ট সন্ধ্যায় পরিবারের লোকজন বেড়াইতে যাওয়ার সুযোগে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। জাফর আলম জানান, তার পালক কন্যা গোল চম্পা বেগম (১৩) কে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ সোয়াইব উদ্দিন (২৫) বিবাহের প্রস্তাব দিয়াছিল। বিবাহের প্রস্তাব প্রত্যাখান করার সন্ত্রাসীরা তার কিশোরী কন্যাকে অপহরণ করেছে। এ ঘটনায় উখিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এম বশর চৌধুরী
উখিয়া (কক্সবাজার)
মোবাইল-০১৮১৬-১৪১৪০৪।
Leave a Reply