শফিউল ইসলাম আজাদ : কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি সিআইপি বলেছেন, রাজনৈতিক নেতাদের স্বদিচ্ছার অভাবের কারনে উখিয়া-টেকনাফে তেমন কোন উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়নি। মহাজোট সরকারের আমলে উখিয়া-টেকনাফে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। শিক্ষিত সমাজ বির্নিমানে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। বর্তমানে যারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে তারাই একদিন দেশ চালাবে। বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে ছাত্র/ছাত্রীদের উদ্ভুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, উখিয়া-টেকনাফের ৩ শতাধিক বেকার ছেলে-মেয়েদের চাকুরীর ব্যবস্থা করেছেন। ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যে সকল গরীব-অসহায় ছাত্র/ছাত্রীরা আর্থিক সংকটের কারনে পড়া লেখা করতে পারছে তিনি ব্যক্তিগত তহবিল থেকে তাদের পড়ালেখার খরচ চালাবেন বলে আশ্ব্যস্ত করেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চট্টগ্রামস্থ উখিয়া স্টুডেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। চট্টগ্রামস্থ উখিয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি শেখ জামাল উদ্দিন শেখুর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক উখিয়ার কৃতি সন্তান নুর মোহাম্মদ ইমন, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম ফজলুল করিম, চট্টগ্রাম সিটি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোজাফ্ফর আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, চট্টগ্রামস্থ উখিয়া স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের ছাত্র শাহ আলম। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
go ahead we are with you.