এম বশর চৌধুরী উখিয়া…….উখিয়ায় সমুদ্র উপকুল রূপপতি এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বসত ঘরে সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছে। বাঁধা দেওয়ায় সন্ত্রাসীরা বসত ভিটার গাছ পালা কর্তন করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। গত ২৮ জন সকালে এ ঘটনা ঘটেছে। অভিযোগে প্রকাশ, রূপপতি গ্রামের মৃত মির আহম্মদের ছেলে মোঃ খলিল (৪০) একই গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর কন্যা রাশেদা বেগম (১৮) কে দীর্ঘ দিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। রাশেদা কু-প্রস্তাবে রাজী না হওয়ায় দীর্ঘ দিন ধরে তাকে উত্তাক্ত করে আসছিল। উক্ত বিষয় নিয়া স্থানীয় ভাবে বিচার দায়ের করিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে রাশেদার বোন শাহেদা (২৫) এর বসত ঘরে হামলা চালায়। সন্ত্রাসীরা এলোপাতাড়ী পিটিয়ে রাশেদা (১৮), শহিদা (২৫) ও তার দুলা ভাই নুর আলম (৩০) কে মারধর করে এবং বসত ভিটার ১৫টি সুপারী গাছ ও অন্যান্য ফলজ গাছ পা লা কেটে অনুমান ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply