আবদুর রহিম সেলিম, …উখিয়ার বৌদ্ধ মন্দির ও বসতীতে হামলার ৬দিন পার হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত দল ক্ষতিগ্রস্থ মন্দির ও বসত ঘর পরিদর্শন করেছেন। বিএনপির তদন্ত দলের কার্যক্রমের পর পরই সরকারী ভাবে গঠিত তদন্ত কমিটি পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধ বিহার, পশ্চিম রতœা সুদর্শন বৌদ্ধ বিহার, রেজুরকুল সদ্ধর্ম বৌদ্ধ বিহার, জাদিমুরা বৌদ্ধ বিহার, উত্তর বড়বিল বৌদ্ধ বিহার, খয়রাতী পাড়া নবনির্মিত বৌদ্ধ বিহারগুলো তদন্ত কার্যক্রম শেষে টেকনাফ চলে যান ওই তদন্ত দল। সরকারের ওই তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম জানান, এই তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে। তবে তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। এ হামলা অত্যান্ত সু-পরিকল্পিত। এতে বাহিরের কিংবা অভ্যান্তরীণ বা কোন রাজনৈতিক গোষ্ঠী জড়িত থাকলে তাও বেরিয়ে আসবে বলে তিনি জানান। এদিকে হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিলে বৌদ্ধ বিহার ভাংচুর ও হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই গত শনিবার ভোর রাতে দর্ূৃত্তরা উত্তর বড়বিলের বিন্দুবালা বড়–য়ার বাড়ীটি আগুণ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। স্থানীয়রা জানান, বিন্দুবালা বড়–য়া অত্যান্ত গরীব ও দরিদ্র। তার আশ্রয়ের একমাত্র সম্বলটুকু গত রাতে দূবর্ৃৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, থানার ওসি অপ্পেলা রাজু নাহা, (তদন্ত) ওসি নীলু কান্তি বড়–য়া ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ক্ষতিগ্রস্থ বিন্দুবালাকে আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে ফিরে আসেন। বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা-ভাংচুরের ব্যাপারে থানায় ৪টি মামলা নথিভুক্ত করা হয়। এসব মামলায় পৃথক ভাবে ৪৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে গতকাল শনিবার ১দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের নিকট এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে কি পর্যায়ে রয়েছে জানতে চাইলে তিনি জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ১৪৪ ধারা শিথিল করে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বলবৎ রাখা হয়েছে। তিনি আরও বলেন, এছাড়া ইতিপূর্বে ক্ষতিগ্রস্থ বৌদ্ধ মন্দির ও পল্লীতে প্রায় ৭ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের তদন্ত দল ঘটনার তদন্ত কার্যক্রম চালাচ্ছে বলে তিনি জানান। গতকাল শনিবার দুপুর ১টায় সম্মিলিত সাংস্কৃতিক নাগরিক কমিটির সভাপতি রামেন্দ্র মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উখিয়ার ক্ষতিগ্রস্থ বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন। আজ রোববার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ বৌদ্ধ মন্দির ও বসতি পরিদর্শন করবেন।
##
Leave a Reply