এম বশর চৌধুরী …উখিয়ার কোটবাজার আইডিয়াল কেজি স্কুলের শিক্ষিকা রাশেদা বেগম (২২) অপহরণের ২মাসেও উদ্ধার হয়নি। গত ৫ জুলাই কোটবাজার ষ্টেশন থেকে এক ইউপি মেম্বারের সহযোগীতায় ভালুকিয়া গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে বাবুল মিয়া (৩৫) তাকে অপহরণ করেন। অপহ্নত স্কুল শিক্ষিকা রুমখা বড়বিল গ্রামের মোছা আলীর মেয়ে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালতে দায়ের করা মামলায় জানা যায়, কোটবাজার আইডিয়াল কেজি স্কুলের শিক্ষিকা রাশেদা বেগম (২২) গত ৫ জুলাই বিকাল ৫টায় কোটবাজার ষ্টেশনে কাপড় সেলাই করার জন্য আসলে রতœাপালং ইউপির মেম্বার আলতাফ মিয়ার সহযোগীতায় ভালুকিয়া আমতলী গ্রামের ফকির আহম্মদের ছেলে বাবুল মিয়া (৩৫) তাকে অপহরণ করে সিএনজি টেক্সিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাশেদার বড় ভাই ছৈয়দ হোছন জানান, রতœাপালং ইউপির মেম্বার আলতাফ মিয়ার সহযোগতায় তার বোনকে ৩ সন্তানের জনক বাবুল মিয়া অপহরণ করে নিয়ে যায়। উল্লেখ থাকে যে, মেম্বার আলতাফের বিরুদ্ধে ইনানীর ত্রিফল মার্ডার, সন্ত্রাসী কর্মকান্ড, নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধ জনক ঘটনার একাধিক মামলা আছে।
Leave a Reply