ফরিদুল মোস্তফা খান…কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ- ২০১২ পালিতে হবে আগামি ১৫ থেকে ২১ সেপ্টেম্বর। ৭ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত ট্রাফিক সপ্তাহ যথাযথভাবে পালনে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর।
অনুষ্ঠানমালায় রয়েছে আগামি ১৫ সেপ্টেম্বর সকালে আইবিপি মাঠ থেকে পাবলিক লাইব্রেরি পর্যন্ত র্যালী। ১৭ সেপ্টেম্বর সরকারি মহিলা কলেজ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা প্রদান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ। ১৮ সেপ্টেম্বর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় ও পৌর-প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা প্রদান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ। একই দিন বিকেলে কক্সবাজার কেন্দ্রিয় বাসটার্মিনালে অনুষ্ঠিত হবে ট্রাফিক সচেতনতামূলক জনসমাবেশ। ১৯ সেপ্টেম্বর জেলা পুলিশ লাইনে গাড়ির হেড লাইটে কালি লাগানো, টমটম ও রিক্সা চালকদের ট্রাফিক আইন মেনে চলার উপর সচেতনতা সৃষ্টি করা হবে। ২০ সেপ্টেম্বর পুলিশ লাইন্সে ‘কক্সবাজারে কেমন ট্রাফিক চাই?’ শীর্ষক মতবিনিময় সভা ইনসার্ভিস ট্রেনিং সেন্টার ও মটরগাড়ির ড্রাইভারদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান উদ্যাপিত হবে।
মফস্বলের কোন জেলায় আয়োজিত এই প্রথম ব্যতিক্রম উক্ত আয়োজন শতভাগ সফল করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।
এই লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর। এতে অন্যান্যদের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার, সহকারি পুলিশ সুপার সদর ও উখিয়া সার্কেল, সদর মডেল থানার ওসি কামরুল হাসান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি, পুলিশের বিশেষ শাখা এসবি, আদালত ও ট্যুরিস্ট পুলিশের ওসিগণ, দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের সময় ডট কম এর আঞ্চলিক প্রধান, কক্সবাজারবাণী সম্পাদক ফরিদুল মোস্তফা খান, প্রথম আলোর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্ট আব্দুল কুদ্দুস রানা, বাংলাদেশ টেলিভিশন প্রতিনিধি জাহেদ সরোয়ার সোহেল, চ্যানেল স্টাফ রিপোর্টার সরোয়ার আজম মানিক, দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক প্রিয়তোষ পাল পিন্টুসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ট গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মুখ্য আলোচকের বক্তব্যে পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর বলেন, সামাজিক শৃঙ্খলা, ট্রাফিক আইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় একই অর্থে সৃষ্ট। কারণ ট্রাফিক সচেতনতা ছাড়া কোন জাতি স্বস্তিতে জীবন-যাপন করতে পারেনা। কাজেই আমাদের সকলের উচিত নিজেদের শান্তি ও নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান রেখে জীবন যাপন করা। ট্রাফিক আইনই কেবল পারে নিরাপদ জীবন, নিরাপদ পরিবেশ ও সুশৃঙ্খলা সমাজ।
Leave a Reply