এম বশর চৌধুরী, উখিয়া=
কক্সবাজারের উখিয়ার পিনজিরকুল গ্রামের বাসিন্দা থাইল্যান্ড প্রবাসী নরেশ বড়–য়া (২২) অপহরণের ১৩ দিন পরও উদ্ধার হয়নি। গত ১৮ মে রাত ১০ টায় দূস্কৃতিকারীরা পিনজিরকুল গ্রামের তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় নিযে অপহ্নত‘র মাতা পূর্ণিমা বড়–য়া (৫৬) থানায় অভিযোগ করলেও এখানো ছেলের সন্ধান না পাওয়া অসহায় হয়ে পড়েছে। অভিযোগে প্রকাশ, রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল গ্রামের অরুন বড়–য়ার ছেলে নরেশ বড়–য়া (২২) থাইল্যান্ড থেকে লেখা পড়া করে আসছিল। গত ১৮ মে রাত ১০ টায় পূর্ব পূর্ব পাইন্যাশিয়া গ্রামের মৃত হ্নদয় মোহন বড়–য়ার ছেলে নির্দশন বড়–য়া (৫০) ও নিদর্শন বড়–য়ার ছেলে শংকর বড়–য়া (২৩) সহ একদল দুস্কৃতিৃকারী তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহ্নত নরেশ বড়–য়ার পিতা অরুন বড়–য়া জানান, দুস্কৃতিকারীরা তার ছেলে কে খুন করার জন্য এ ঘটনা করেছে। তিনি এ ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ দিকে এলাকাবাসী ধারনা করছেন ভিসার টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে দুস্কৃতিকারীরা অপহরণের ঘটনা ঘটায়।