বাবুলমিয়া মাহমুদ :-বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল উখিয়ার রাজাপালং উইনিয়ন (উত্তর শাখার) ৩নং ওয়ার্ড কমিঠির দ্বিবার্ষিক সম্মেলনও কাউন্সির অধিবেশন গত শুক্রবার বাদে জুমা ২৯ জুন জেলা বিএনপির সভাপডিত শাহজাহান চেীধুরীর বাসভবনে যুবনেতা মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্টিত হয়্ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চেীধুরী,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং উত্তর সেচ্ছাসেবকদলের সভাপতি জাহেদুলইসলা,বেলাল,বিশেষ অতিথি ছিলেনরাজাপালং উত্তর বিএনপির সবাপতি আবদুল গফুর কোম্পানী,সাধারণ সম্পাদকমোৎ সেলিম উদ্দিন,প্রধান আলোচক ছিলেন উখিয়া উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আবদুল মালেক মানিক,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রাজাপালং সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জাহাংগীরআলম,ও সাংগাঠনিক সম্পাদক মোৎ আরমানপ্রমূখ্ সম্মেলন শেষে কাউন্সিলরদের সম্মুতক্রমে,মাহমুদুলহককে সভাপতি,আবুলকালামকে সিনিয়র সহসভাপতি,মোজাম্মেলহককে,সাধারন সম্পাদক,ও জামাল উদ্দিনকে সাংগাঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের কমিঠি ঘোষনা করা হয়।
দাতা ০১৮১৯০৩১১২৪ তাং ৩০.০৬.১৩