আবদুর রহিম সেলিম….উখিয়ার সীমান্তবর্তী ঘুমধুম মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির এক ছাত্র স্থানীয় বখাটে যুবক কর্তৃক বলৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত নুর আহমদকে জনতা আটক করে গণধোলাই দেওয়ার পর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ ফাড়িঁতে সোপর্দ করেছে। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকাল ১০ টায় ঘুমধুম মিশকাতুন্নবী মাদ্রাসার পার্শ্ববর্তী পাহাড়ে।
জানা যায়, উখিয়ার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্র“ গ্রামের এজাহার মিয়ার পুত্র মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র মোঃ আবদুল্লাহ (১১) মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে মাদ্রাসা সংলগ্ন পাহাড়ের টার্নিং পয়েন্টে পৌছূঁলে পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটে মৃত আব্দুল আমিনের পুত্র নুর আহমদ তাকে একা পেয়ে জোর পূর্বক মূখ চেপে ধরে পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে উপর্যপুরী বলৎকার করতে থাকে। বলৎকারের শেষে এক পর্যায়ে নুর আহমদ কৌশলে স্থান ত্যাগ করে। এ ঘটনার পর আবদুল্লাহ মুমুর্ষ অবস্থায় মাদ্রাসায় তার শিক্ষক ও পিতা-মাতাকে বিষয়টি জানালে তারা দলবদ্ধ হয়ে এলাকার মানুষ নিয়ে বখাটে নুর আহমদকে ধরে গণধোলাইয়ের পর পুলিশ ফাঁিড়তে সোপর্দ করে। বর্তমানে আবদুল্লাহকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সলিম উল্লাহ জানান, নুর আহমদ একজন চিহ্নিত বখাটে। সে এ ধরনের আরও অনেক ঘটনা ইতিপূর্বে ঘটিয়েছে। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ফাড়িঁর ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা করে ধৃত নুর আহমদকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।
##
আবদুর রহিম সেলিম
উখিয়া, কক্সবাজার
০১৮৪০-০০৩৮৩৬।
Leave a Reply