কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার থেকে ৩টি বৌদ্ধ মূর্তিসহ ২ রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-৭। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টায় চট্টগ্রামের কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সরওয়ার-ই আলমের নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং শরণার্থী ক্যাম্প বাজারের একটি ফার্মেসীতে তল্লাশী চালিয়ে কাপড় দিয়ে মুড়ানো অবস্থায় ৩টি বৌদ্ধ মূর্তি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ২ রোহিঙ্গা যুবককে আটক করেছে। আটককৃতরা হলেন, কুতুপালং শরণার্থী শিবিরের তালিকাভুক্ত রোহিঙ্গা জাফর আলম প্রকাশ দীপু জাফর (৩৩), ইমাম হোসেন (২৮)। র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক মেজর সরওয়ার-ই আলম সাংবাদিকদের জানান, জব্দকৃত ৩ বৌদ্ধ মূর্তি ও ২ রোহিঙ্গা তাদের হেফাজতে রয়েছে।
Leave a Reply