হাম্মদ ইমরান, উখিয়া:
কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ বাহিনীর চেকপোষ্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা শুক্রবার সকাল ৮টায় কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস কক্সবাজার-জ-১১০-১৫৯ নাম্বারের গাড়ীতে তল্লাসী চালিয়ে ইয়াবা সহ ৪ জন যাত্রীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে টেকনাফ কায়ুক খালী পাড়ার মীর আহমদ(৪৫), মোছাম্মৎ ছালেহা বেগম(৩০), আদিজা খাতুন(১৩) ও শাহানা আক্তার (০২)। বিজিবির সুবেদার নুরুল ইসলাম জানান, তারা একই পরিবারের ৪ সদস্য বেড়াতে যাওয়ার আদলে ইয়াবা পাচার করছিল। আটককৃতদের দেহ তল্লাসী করে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।