রমজান উদ্দিন পটল,টেকনাফ …জাতীয় নির্বাচনে ক্ষমতা বদলের ভাগ্যের জাদুকাটির অন্যতম আলোচিত কক্সবাজার ৪আসন উখিয়া-টেকনাফে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও প্রধান বিরোধী দল বিএনপিতে চলছে নানা মুখী হিসাব নিকাশ। ঈদের পর তৃণমূল পর্যায়ে কর্মতৎপরতা বৃদ্ধি করেছে প্রধান এ দু’রাজনৈতিক দল। আওয়ামীলীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃত্ততা বাড়াতে উন্নয়ন ও জনসেবামুলক কর্মকান্ড জোরদার করে চলছে। একই সাথে বিএনপি আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি হিসেবে দলকে শক্তিশালী করার জোর কার্যক্রম শুরু করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনে গ্র“পিং সৃষ্টি হওয়ায় দলে বিদ্রোহ এড়াতে সাংগঠনিক ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ভাঙ্গা-গড়ার প্রতিযোগিতা চলছে। একারণে বিএপিতে বিদ্রোহ আরো জটিল আকার ধারণ করে চলছে। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী দলকে শক্তিশালী করার মাধ্যমে স্ব স্ব লক্ষ্যে পৌছতে তৎপর হয়ে উঠেছে ।
গত ২০০৮ সালে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী আব্দুর রহমান বদি বিজয়ী হওয়ার পর থেকে এ আসনে একক আধিপত্য বিস্তার করে আসছে। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দৌরাত্ব এবং সাংগঠনিক কার্য্যক্রম বৃদ্ধি পায়। তবে কিছুসংখ্যক নেতা-কর্মী নিরব ভূমিকা পালন করে আসছে। এলাকায় আওয়ামীলীগ সংসদ সদস্য আব্দুর রহমান বদি সাংগঠনিকও জনসম্পৃক্ততামুলক কর্মকান্ড বৃদ্ধি পাওয়াতে দলের জনপ্রিয়তা আরো বৃদ্ধি অব্যাহত রয়েছে । এ জনপ্রিয়তাকে ধরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় বিজয়ের লক্ষ্যে জনগনের সংস্পর্শে গিয়ে জনসেবামুলক কর্মকান্ড বাড়িয়ে দেয়। বর্তমানে দরিদ্র,দুস্থ মানুষের মধ্যে খাদ্য,বস্ত্র বিতরণ ও নানা সহায়তার কাজ চলছে জোরেসোরে। এমপি বদি সরকারী এক সফরে দেশের বাইরে অবস্থান করলেও দলের নেতা-কর্মীরা তার অনুদান বিতরণ ও দলীয় কর্মকান্ড সক্রিয়ভাবে অব্যাহত রেখেছে। তবে দলের উপজেলা পর্যায়ের গুটি কয়েক নেতা ভেতরে ভেতরে বিদ্রোহ করে চলছে বলে দলের বিভিন্ন সুত্রে জানা গেছে। তাদের বিদ্রোহের প্রভাব সাংগঠনিকভাবে এলাকায় বিস্তার করতে না পারলেও গোপনে দলের হাই কমান্ডে লবিং-গ্র“পিং শুরু করে । দলের উপজেলা পর্যায়ের কয়েকজন শীর্ষ নেতারা বলেন স্বার্থ সিদ্ধি করতে না পেরে গুটি কয়েক নেতা দলের ভেতরে বাঁকা হয়ে বসে। এসব নেতারা বিগত বিভিন্ন সময়েও দলের কেন্দ্রিয় পর্যায়ে নানা লবিং করে দলে বিশৃংখলা সৃষ্টির পায়তারা চালায়।
অপরদিকে গত নির্বাচনের পর থেকে বিএনপি সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ অবস্থায় সরকারের মেয়াদ ফুরাতে চললে দলের হাল ধরতে কয়েকজন প্রভাবশালী নেতা তৎপর হয়ে উঠে। এতে বিএনপি শিবিরে দ্বিধা-দ্বন্দ দেখা দেয়। নানান কারণে দলের মধ্যে সৃষ্টি হয় গ্র“পিং। দীর্ঘদিন থেকে দলে বিভক্তি সৃষ্টি হয়ে সংঘাতময় ঘটনার সুত্রপাত হয়। এমন পরিস্থিতিতে এলাকায় দল সাজাতে কয়েকজন প্রভাবশালী নেতা কাজ শুরু করে। আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন প্রত্যাশায় সাংগঠনিক হাল ধরতে চেষ্টা করে। এসব কর্মকান্ডকে দলের মধ্যে বিশৃংখলা আখ্যায়িত করে জেলা বিএনপি সভাপতি ও সাবেক ৪বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী মারমুখী হয়ে উঠে। সম্প্রতি তিনি নির্বাচনী এলাকার দূর-দূরান্তে চষে বেড়াচেছন এবং দল থেকে গ্র“পিং দুর করে তৃর্ণমুল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জোর কর্মকান্ড শুরু করে দেন। বর্তমানে উইনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি গঠন কার্যক্রম চলছে। কমিটিতে বিদ্রোহীদের বাদ দেয়া ও বিভিন্ন নেতাকর্মীদের বহিস্কার করায় দলে গ্র“পিং আরো বৃদ্ধি পায়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে কমিটি ঘোষণা করায় বিদ্রোহীরা পাল্টা কমিটি ঘোষণা দেয়। বর্তমান এলাকায় চলছে কোন্দলে জড়িয়ে নেতাকর্মীদের কাঁদা ছুড়াছুড়ি।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাধমান দু’গ্র“প ফের মুখামুখি
তবে এ ঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পর্যাপ্ত পরিমান র্যাব,পুলিশ মোতায়েন করা হয়েছে। ###################
Leave a Reply