মোঃ রেজাউল করিম ,ঈদগাঁও…..প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী সারাদেশের ন্যায় ঈদগড় ইউনিয়নেও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। জানা যায়, ঈদগড় প্রাথমিক বিদ্যালয়ের পর্যায়ে ছাত্রদের নিয়ে গত ১৩জুন থেকে ফুটবল টূর্ণামেন্ট শুরু হয় ঈদগড় বদরমোকাম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত টূর্ণামেন্টে ঈদগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, করলিয়ামুরা রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়, বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যায়ল, হাসনাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধুমছাকাটা স্যাটেলাইন প্রাথমিক বিদ্যালয় সহ ৫টি টিম খেলায় অংশ গ্রহণ করে। খেলার শেষ পর্যায়ে গত ১৬জুন উল্লেখিত মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী করলিয়ামুরা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধুমছাকাটা স্যাটালাইট প্রাথমিক বিদ্যালয়কে ২-১গোলে হারিয়ে করলিয়া মুরা চ্যাম্পিয়ন পুরস্কার জিতে নেন। উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রহাল চন্দ্র, স্থানীয় শিক্ষকবৃন্দ সাংবাদিক ও ক্রীড়ামুদি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply