আনোয়ার হোছাইন, ঈদগাঁও কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক অলক ভট্টচার্য্য জন রোষ থেকে রক্ষা পেতে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায় নিয়ে অবশেষে ৫ সেপ্টেম্বর স্বেচ্চায় পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এ সংবাদে এলাকার ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্থরের এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, সংঘটিত ঘটনায় প্রাপ্ত প্রতিবেদনে প্রাথমিক সত্যতা পেয়ে উক্ত শিক্ষকের বিরুদ্ধে সাময়ীক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ার সংবাদ পেয়ে উক্ত শিক্ষক নিজেই এর পূর্বেই পদত্যাগ পত্র জমা দেন। উল্লেখ্য সম্প্রতি উক্ত শিক্ষকের বিরুদ্ধে কোচিংয়ের আড়ালে বিদ্যালয় সংলগ্ন অষ্টম শ্রেণী পড়–য়া এক ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বরাবরে অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি কর্তৃক ৪ সেপ্টেম্বর প্রদত্ত প্রতিবেদনে ঘটনার প্রথমিক সত্যতা মেলে। এদিকে অভিযোগ পরবর্তী এলাকার সর্বস্থরের জনগন বিক্ষুব্ধ হয়ে উঠেন এবং উক্ত কুলাঙ্গার শিক্ষকের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচীর ঘোষনা দেন। আন্দোলন দানা বেঁধে না উঠার পূর্বেই উক্ত শিক্ষক পদত্যাগ পত্র জমা দেয়ায় সর্ব মহলে স্বস্তি ফিরেছে। অপরদিকে ভিকটিম ছাত্রীর বাড়িতে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সরেজমিনে গেলে মা মোহছেনা আক্তার জানান, ওইদিন বিকালে স্থানীয় ৩ ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষিকা, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে প্রধান শিক্ষিকা সংঘটিত ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে সার্বিক সহযোগীতা আশ্বাস প্রদান করেন। এর পূর্বেই উক্ত শিক্ষক পদত্যাগ করেছেন বলে তিনি সংবাদ পান বলে সংবাদকর্মীদের জানান।
Leave a Reply