ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেস ক্লাব পরিদর্শন করলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন। গতকাল ৩ জুলাই মঙ্গলবার বিকেলে তিনি এই পরিদর্শনে আসেন। প্রেস ক্লাব সভাপতি এস.এম.তারেক ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের নেতৃৃত্বে ক্লাবের অন্যান্য সদস্যরা এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের খারাপ দিকের পাশাপাশি ভাল দিকগুলোও গুরুত্বের সাথে তুলে ধরে তা জনগনের দোর গোড়ায় পৌঁছে দেয়ার আহবান জানান এবং বর্তমান সরকারকে তিনি জন কল্যানমুখী সরকার বলে উল্লেখ করেন। । পরিদর্শনকালে তিনি প্রেস ক্লাব নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগের সাথে শোনেন এবং প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যা সমুহ নিরসনকল্পে তার পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন। প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করায় প্রেস ক্লাবের পক্ষ থেকে তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় তার সাথে কক্সবাজার জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক ফিরোজ আহমদ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহের , জেলা যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হিমু, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রাজীবুল হক রিকো, সহ-সভাপতি মোঃ আলী, সহ সম্পাদক মিজানুল হক, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আয়েশা সিরাজ, জেলা যুব মহিলা শ্রমিকলীগ সভানেত্রী দীপ্তি শর্মা, দৈনিক সমুদ্র বার্তার সহকারী সম্পাদক কামাল উদ্দিন, পোকখালী আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা সদর যুবলীগের সিনিয়র সহ- সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আজিম, ছাত্রলীগ নেতা আবুবক্কর ছিদ্দিক বান্ডি, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম এমইউপি, শ্রমিকলীগ সদর থানা সাধারণ সম্পাদক আবদু রাজ্জাক এম.ইউপিসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। সভায় সাংবাদিকদের মাঝে সহ- সভাপতি এনামুল হক ইসলামাবাদী (দৈনিক কর্ণফুলী), সাংগঠনিক সম্পাদক এইচ. এন .আলম (দৈনিক হিমছড়ি), অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদুল করিম (দৈনিক সমুদ্র বার্তা), সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন ( দৈনিক কক্সবাজার) শাহজাহান সিরাজ ( দৈনিক আজকের দেশ বিদেশ ও সু-প্রভাত বাংলাদেশ ), মোঃ রেজাউল করিম ( দৈনিক ইনানী ও দৈনিক আজাদী), এম.আবু হেনা সাগর ( আজকের কক্সবাজার), মোঃ হামিদুল হক ( দৈনিক সমুদ্র বার্তা) এবং মোহাম্মদ আলম বিশাল ( দৈনিক সমুদ্র কন্ঠ)।
Leave a Reply