মোঃ রেজাউল করিম, ঈদগাঁও কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এক চায়ের দোকানে জমজমাট চলছে জুয়ার আসর। স্থানীয় প্রশাসন নিরব। দেলোয়ারের খুঁটির জোর কোথায় জানতে চায় সচেতন এলাকাবাসী।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাছুয়াখালী এলাকার চিহ্নিত জুয়াড়ি চক্র ও রামু উপজেলার রশিদ নগরের প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে আসা পেশাদার জুয়াড়িরা গায়ের জোরে প্রভাব খাটিয়ে দিনরাত স্থানীয় দেলোয়ারের চায়ের দোকানে জুয়া খেলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। চায়ের ব্যবসার পাশাপাশি অপরাধীদের আখড়া হিসেবে দিন দিন পরিণত হচ্ছে। বহুবার এলাকাবাসী তার এই অবৈধ কার্যক্রমে বাধা দিলে, উল্টো তাদের বিরুদ্ধে মানহানিকর ও অশ¬ীল ভাষায় কথা বার্তা বলে জানান এলাকাবাসী। ৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে আসলে, ঐ চায়ের দোকানে পাহারা বসিয়ে ভেতরে বীরদর্পে চালিয়ে যাচ্ছে অবৈধ জুয়া খেলা। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আসা হরেক রকম মামলার আসামীরাও ঘুরাফিরা করতে দেখা যায়। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, এসব অবৈধ কাজকর্মে বাধা প্রদান করলে, আবারও তার অনুপস্থিতিতে তারা এই জুয়া খেলা চালিয়ে যায়। এতে করে এলাকার উঠতি প্রজন্মরা দিন দিন বিপাকে পড়ছে। এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি’র মোবাইলে সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হল না।
Leave a Reply