আনোয়ার হোছাইন, ঈদগাঁও.….সদর উপজেলার ঈদগাঁও নদী হতে ভেসে যাওয়া এক যুবকের লাশ ভাসমান অবস্থায় পোকখালীর মুসলিম বাজার এলাকায় দেখতে পেল জনতা। তবে ভয়ে লাশটি নদী থেকে উদ্ধার করার চেষ্টা করেনি কেউ। এদিকে গত ২৫ জুন সকালে ইসলামাবাদের পশ্চিম গজালিয়া বাম বাগান এলাকার মৃত ইসমাইলের পুত্র মসতিস্কবিহীন মিজানুর রহমানের লাশ বলে ধারণা করা হচ্ছে। পোকখালীর সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মাহমদুল হক জানান, ২৯ জুন বিকেল সাড়ে ৬ টার ঈদগাঁও নদীর পোকখালীর মুসলিম বাজার এলাকায় ভাসমান এ যুবকের লাশ দেখতে পেয়ে তাকে খবর দেয়। তার পরণে একটি লাল গেঞ্জি রয়েছে বলে এলাকার লোকজন জানান। এদিকে লাশটির খবর পেয়ে মিজানুর রহমানের পরিবারের সদস্যরা নদীর বিভিন্ন এলাকায় আবারো খোজ নিচ্ছে। ধারণা করা হচ্ছে পাহাড়ি ঢলের বন্যায় লাশটি কোন স্থানে আটকে পড়ে অবশেষে কালকে ভেসে নিচের দিকে চলে যাচ্ছিল। আশা করা হচ্ছে লাশটির সন্ধান পেয়ে যাবে।
=============================================
Leave a Reply