মোঃ রেজাউল করিম…কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইটের গুরুত্বপূর্ণ ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ জেনে ও নিরুপায় হয়ে এ ব্রীজ দিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজার হাজার যানবাহন ও যাত্রী সাধারণ। ঝুঁকি নিয়ে চলছে ঈদগাঁও কক্সবাজারগামী ছোট বড় যানবাহন গুলো। এ ব্রীজের কারণে বিঘিœত হচ্ছে যান চলাচল। মহাসড়কের স্থায়ী ভাবে রূপ নিচ্ছে যানজট। ফলে এ সড়কের হাজার হাজার মানুষের সাথে কক্সবাজার টেকনাফগামী পর্যটক সহ যাত্রী সাধারণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন দরে এ ব্রীজের নাজুক অবস্থার দিকে কর্তৃপক্ষ নজর দিচ্ছেনা সংশ্লিষ্ট প্রশাসন ব্রীজটি সংস্কারের কোন উদ্যোগ না নেওয়ায় এ সড়কের যাত্রী সাধারণের ক্ষোভ চরমে পৌঁছেছে। গতকাল সোমবার কলেজ গেইট ব্রীজ ঘুরে দেখা গেছে ব্রীজের উপরে পাঠাতনের ব্রীজটি খুবই ঝুঁকিপূর্ণ। গেল বন্যায় ব্রীজটি লক্কর ঝক্কর হয়ে গেছে। ব্রীজের দক্ষিণ পাশ দেবে গিয়ে ঐ এলাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। মারাত্মক ঝুঁকি জেনেও আর কোন বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে শত শত ট্রাক বাস,মাইক্রো,মালবাহী কার্গো ও যাত্রীবাহি পর্যটক বাস চলাচল করছে। ঈদগাঁও থেকে প্রতিদিন কক্সবাজার শহরে যাতায়তকারী আবদু ছালাম জানান, ব্রীজটি অনেকদিন ধরে নাজুক অবস্থায় রয়েছে। গেল বন্যায় ব্রীজটি বিধ্বস্ত হলেও কর্তৃপক্ষ ক্ষনিকের জন্য সাময়িক ভাবে মেরামত করে দেয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও বর্তমানে চলাচলে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যান চলাচল দুরের কথা জনসাধারণ চলাফেরা করা বেশি বিপদজনক। আগামী শীত মৌসুমে এ অবস্থা চলতে থাকলে কক্সবাজারগামী পর্যটকদের পড়তে হবে চরম বেকায়দায়। ঈদগাঁও লাইন সার্ভিসের ড্রাইভার আজম জানান, ব্যস্ততম সড়কের এ ব্রীজটি অযতেœ পড়ে থাকায় আমাদের বেশ হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় যাত্রীদের দাবী অতি শীঘ্রই ব্রীজটি পুন নির্মাণ করা বেশ জরুরী। অন্যতায় বড় ধরনের দূর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
===========================================================
Leave a Reply