এইচ.এন. আলম, ঈদগাঁও…ঈদগাঁও-ঈদগড় সড়কের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নিরাপত্তাহীনতায় সক্রিয় ডাকাতদল।জানা যায়, জেলার ক্রাইম পয়েন্ট ও প্রতিনিয়ত ডাকাত কবলিত এলাকা ঈদগড় ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় দীর্ঘদিন ধরে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ টহল বন্ধ থাকায় সড়কের চলাচলকারী শত শত যানবাহনের হাজার হাজার যাত্রীসাধারণ প্রতিনিয়ত নিরাপত্তাহীন ভাবে যাতায়াত করছে। সড়কে এক সময় ভয়াবহ ডাকাতির ঘটনায় পুলিশ সহ অনেক যাত্রী নিহত আহত হওয়ার প্রবণতা বাড়লে জেলা পুলিশ প্রশাসন সদর থানার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ঈদগাঁও তদন্ত কেন্দ্র থেকে টহল পুলিশ ও পানের ছড়া ঢালায় এবং ঈদগড়-বাইশারী সড়কের ধুইল্যা ঝিরি ঢালা নামক স্থানে ঈদগড় আর.আর.এফ পুলিশ পাড়ির পুলিশ টহল জোরদার করেন। সড়কের সার্বক্ষনিক পুলিশ টহল থাকায় নিরাপদ ভাবে যাত্রী সাধারণ যাতায়াত করে। কিন্তু বর্তমানে পানের ছড়া ও ধুইল্যা ঝিরি ঢালা এলাকায় ঈদগড় ক্যাম্প থেকে নিয়মিত পুলিশ টহল থাকলেও হিমছড়ি ঢালায় বেশ কিছুদিন ধরে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আওত্বাধীন পুলিশ টহল বন্ধ থাকায় আবারো সড়কে যাতায়তরত ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণির যাত্রী সাধারণ নিরাপত্তাহীনতায় ভূগছে। চিহ্নিত সেই পুরোনো হিমছড়ি ডাকাত পয়েন্টে যে কোন মুহুর্তে পূর্বে ন্যায় ডাকাতি ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি মনজুর আলমের সাথে এ প্রতিনিধির মোবাইলে যোগাযোগ হলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বৃহত্তর ঈদগাঁওতে নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার করতে গিয়ে পর্যাপ্ত পরিমাণ পুলিশদল না থাকার কারণে উল্লেখিত এলাকায় আপাতত পুলিশ টহল বন্ধ রাখা হয়েছে বলে জানান।