আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি…………১১ মার্চ ঢাকায় বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশে বাঁধা, বিএনপির কেন্দ্রীয় মহাসচিব সহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে দলীয় কার্যালয় থেকে গণ গ্রেফতারের প্রতিবাদে ও দেশব্যাপী গণ হত্যা ও আটক জোটের হাজার হাজার নেতাকর্মীর মুক্তির দাবীতে ১২ মার্চ উক্ত জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কক্সবাজারের ঈদগাঁওয়ে অনেকটা ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। জামায়াতের বিগত হরতালে অসংখ্য গাড়ী ভাংচুর ফের পুনরাবৃত্তির আশংকায় ভোর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও অংশ দিয়ে দূরপাল্লার কোন যানবাহন চলতে দেখা না গেলেও সকাল থেকেই অভ্যন্তরীন ছোট খাট যান সিএনজি, মাহিন্দ্র, টমটম সহ রিক্সার দখলে ছিল মহাসড়ক সহ এলাকার ব্যস্থতম গ্রাম্য সড়ক গুলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের সমর্থনে জোট কিংবা তাদের ছাত্র ও অঙ্গ সংগঠনের কাউকে পিকেটিং কিংবা মিছিল সমাবেশ করতে দেখা যায় নি। বিগত হরতালের তুলনায় গত কালের হরতালে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে লোকজনের উপস্থিতি তুলনামূলক হারে বেশি ছিল। ১৮ দলীয় জোট সমর্থিত সাধারণ লোকজনদের ক্ষোভের সাথে বলতে শোনা যায়, স্থানীয় বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ ক্ষমতাশীন দলের সাথে আতাতের রাজনীতি করাতে ঢিলেঢালা নিরুত্তাপ হরতাল পালিত হচ্ছে। নাশকতা ঠেকাতে ভোর থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়ন করা হলেও সারাদিন তাদের অলস সময় কাটাতে দেখা যায়।
==========================================