এইচ.এন.আলম,ঈদগাঁও……ঈদগাঁওতে ইউনিয়ন পর্যায়ে কিশোর কিশোরী ফোরাম ১৮ জুন সকালে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচীর আয়োজন করে ব্র্যাক ওয়াশ কর্মসূচী, কক্সবাজার সদর। এতে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিং বিষয়ক আলোচনায় অভিমত প্রকাশ করা হয়, সকল স্তরের জনগণের প্রচেষ্টায় শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ সম্ভব। ফোরামে ইউনিয়নের সকল গ্রাম ওয়াশ কমিটির সদস্য সদস্যরা অংশ গ্রহণ করেন। উক্ত ফোরামের সহায়ক ছিলেন ব্র্যাক ওয়াশ কর্মসূচীর প্রোগ্রাম অর্গানাইজার শুভংকর সাহা, ফিল্ড অর্গানাইজার খায়ের আহমদ, খুরশিদা আক্তার, লিপিকা শর্মা। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা পরিচালক এম.ছরওয়ার।
Leave a Reply