মোঃ রেজাউল করিম, ঈদগাঁও…….কক্সবাজার সদর উপজেলাধীন পোকখালী নাইক্যংদিয়া এস.টি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মরহুম মাওলানা জমিলুর রহমান স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ ডিসেম্বর সকালে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটি সভাপতি মাওলানা শফিউল ইসলাম। পবিত্র খতমে কোরআনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। মরহুমের কর্মময় জীবনের উপর শোকার্ত আলোচনা করেন ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম আখতারী ও পোকখালী উম্মেহানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোখতার আহমদ, কালু ফকির পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ শফি, ঈদগড় ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা ছৈয়দুল হক, মরহুমের বড় ভাই ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার জাফর আলম, মাদ্রাসার শিক্ষক মাওলানা হারুনর রশিদ, সহ সুপার মাওলানা ফজলুল হক, মাষ্টার জয়নাল আবেদিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা ও সভাপতির বক্তব্য দেন ভারপ্রাপ্ত সুপার মাওলানা এম ফোরকান।