মোঃ রেজাউল করিম , ঈদগাঁওতে কয়েক দফা বন্যায় পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু। এতে ঈদগাঁও বাজারের হাসপাতাল ক্লিনিক প্রাইভেট ডাক্তারদের চেম্বার গুলোতে বেড়ে গেছে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এসব রোগ প্রতিরোধে রোগীদের হর-হামেশা বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিচ্ছেন স্থানীয় চিকিৎসকরা। গত এক সপ্তাহ ধরে বাজারের বিভিন্ন ক্লিনিক গুলোতে দিনরাত সেবা দিচ্ছেন সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সরা। দিন দিন রোগীর চাপ বেশি থাকায় এসব ক্লিনিক চেম্বারের ভিতর বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য সহকারীরা জানালেন, প্রতিদিন শতাধিক রোগী আসছেন এখানে। তাদের অধিকাংশ পানিবাহিত ডায়রিয়া রোগী। পরিবারের সদস্যদের অসচেতনতার কারণে রোগব্যাধি বেশি হচ্ছেন বলে তারা মনে করেন। পোকখালী থেকে আসা রোগী আবদুল গণির স্বজন মিজান জানান, গরমের পর পর বৃষ্টি হওয়াতে বিভিন্ন খাবার খেয়ে কয়েকদিন ধরে পরিবারের সবাই কমবেশি অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট। স্থানীয় চিকিৎসক ডাক্তার আবদুর রহিম আমানী জানান, প্রচন্ড গরমের পর বৃষ্টি শুরু হওয়াতেই শিশু ও বয়োবৃদ্ধদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার আশংকা বেশি। তবে যে কোন বয়সী মানুষ এ সময় পানীয় পান থেকে নানা রোগে আক্রান্ত হতে পারেন।
Leave a Reply