এস. এম. তারেক, ঈদগাঁও, জেলার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ঈদগাঁও বাজারের ডিসি সড়কের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বঙ্খিম বাজার পয়েন্ট পর্যন্ত অংশের অবস্থা মারাতœক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কের স্থানে স্থানে ছোট বড় জলাশয়ের সৃষ্টি হওয়ায় যানবাহন ও জনচলাচলে মারাতœক বিঘেœর সৃষ্টি হচ্ছে। এছাড়া গত দু’বছর আগে নির্মিত কনক্রিটের ঢালাই উঠে গিয়ে রডগুলো বেরিয়ে এসেছে। জলাশয়ে পানি জমে থাকাতে কাদা পানির ছিটা লেগে পথচারীদের প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে জানালেন সংবাদকর্মী আবু হেনা। সড়কে সৃষ্ট জলাশয় পাড়ি দিতে গিয়ে বিভিন্ন সড়কে চলাচলকারী হাল্কা ও ভারী যানবাহনগুলোর ইঞ্জিন প্রায়শঃ বন্ধ হয়ে রাস্তার মাঝখানে থেমে যাচ্ছে। বাড়ছে যানজট। এছাড়াও বিশাল এ বাজারের সড়ক, উপ-সড়ক এবং অলিগলিসমুহের অবস্থা আরো করুণ । খানা খন্দকে ভরে গেছে এসব সড়ক উপ- সড়ক। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকাতে একটুখানি বৃষ্টিতে পুরো বাজার জুড়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে বৃহত্তর ঈদগাঁও’র জনগন বার বার সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়ে এলেও এসব দাবী দীর্ঘ এক যুগেরও অধিককাল ধরে উপেক্ষিত হয়ে আসছে যে কারণে জনগণের ক্ষোভ দিন দিন বাড়ছে। বাজারের পুস্তক ব্যবসায়ী সরওয়ার কামাল বলেন, ভাই এসব লিখে কি লাভ হবে আমাদের কথা তো কেউ শুনবেনা। তিনি আরো বলেন,কর্তৃপক্ষের লোকজন বিভিন্ন কারণে এসব সড়ক উপ-সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন অথচ সড়কগুলো সংস্কারের ব্যাপারে তারা কোন উদ্যোগ নিচ্ছে না। জনৈক বয়োজ্যেষ্ঠ শিক্ষক মোঃ রশিদ বলেন, এসবের মধ্যে থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। জল কাঁদায় পা না মাড়ালে আমাদের দিন চলে না। সড়কটির রক্ষনাবেক্ষণের দায়িত্বে থাকা এলজিইডি কর্র্তৃপক্ষ এ ব্যাপারে একটু সদয় হলে বৃহত্তর ঈদগাঁও’র প্রায় ৫লক্ষাধিক জনগণ নিদারুণ দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবেন এমন প্রত্যাশা ঈদগাঁও’র প্রতিটি মানুষের।