এস. এম. তারেক, ঈদগাঁও, কক্সবাজার সদরের ঈদগাঁওতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে জীপের ধাক্কায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত ছাত্রের নাম রাশেদুল হক (১১)। সে ঈদগাঁও গরুর বাজারস্থ অরবিট স্কুলের ৩য় শ্রেণির ছাত্র এবং ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা গ্রামের ছৈয়দ আলমের পুত্র বলে জানা গেছে। ১০ জুলাই সকাল ৮ টা’য় মহাসড়কের চান্দেরঘোনা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আহত স্কুল ছাত্র রাশেদ ঘটনার দিন বাড়ী থেকে স্কুলে আসার পথে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি জীপ গাড়ি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁও’র একটি কিনিকে পরে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঈদগাঁওতে গত দু’মাসে টিএন্ডটির দেড় লক্ষাধিক টাকার ক্যাবল চুরি, গ্রাহক ভোগান্তি চরমে
এস. এম.তারেক, ঈদগাঁও,
জেলার অন্যতম বানিজ্যিক এলাকা সদরের ঈদগাঁওতে থেমে থেমে টিএন্ডটির ক্যাবল চুরির কারণে গ্রাহক সাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কতৃপক্ষ এ ব্যাপারে বার বার থানা পুলিশের দ্বারস্থ হলেও পুলিশের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ তুলেছেন টিএন্ডটি ঈদগাঁও অফিসের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন। সুত্র জানায়, গত দু’মাসের ব্যবধানে ঈদগাঁও ও তার আশপাশের এলাকা থেকে প্রায় ১শ ৮৫ মিটার ক্যাবল ও পাইপ চুরি করে নিয়ে গেছে চোরের দল। যার আনুমানিক মুল্য প্রায় দেড় লক্ষাধিক টাকার মত হবে সংশ্লিষ্ঠ সুত্র জানায়। এদিকে চুরি ঠেকাতে টিএন্ডটি ঈদগাঁও অফিস ১০ জুলাই থেকে জনগণের সহায়তা চেয়ে প্রচারপত্র ছেপে বৃহত্তর ঈদগাঁও’র বিভিন্ন দর্শনীয় স্থান গুলোতে সেঁটে দিয়েছে। প্রচারপত্রে অনুরোধ জানানো হয় যে, ক্যাবল চুরি সংক্রান্ত কোন সংবাদ কারো জানা থাকলে যেন বিটিসিএল ঈদগাঁও অফিস কিংবা পার্শ্ববর্তী এলাকার থানা পুলিশকে জানানো হয়। ক্যাবল কেটে নেয়ার কারণে বর্তমানে ঈদগাঁও’র যেসব এলাকায় বিটিসিএল’র গ্রাহক সেবা গত দু’মাস ধরে বন্ধ রয়েছে সেগুলো হল ঈদগাঁও’র কালিরছড়া, ইসলামাবাদের ইউসুফেরখীল পাঁহাশিয়াখালী খোদাইবাড়ী, চাকার দোকান, ইসলামপুরের নাপিতখালী বটতল এবং বাজার এলাকা। সুত্র জানায়, উল্লেখিত এলাকা সমুহের প্রায় শতাধিক গ্রাহক বর্তমানে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া বিটিসিএলের ঈদগাঁও অফিসে জনবল সংকট প্রকট আকার ধারন করায় গ্রাহক সাধারণকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। অফিসটিতে ব্যাটারীম্যান, ওয়ারম্যান এবং লাইনম্যানের পদগুলো দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে বলে জানালেন ইনচার্জ মোঃ নাছির। তার দাবী লাইন সমুহে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হলে চুরির পরিমান অনেক কমে আসত। বন্ধ সংযোগ কবে চালু করা হবে জানতে চাইলে বিটিসিএল’র জেলা সহকারী প্রকৌশলী মোঃ সোলাইমান জানান, অফিসে নতুন ক্যাবলের স্টক না থাকায় একটু সমস্যা হচ্ছে তারপরেও গ্রাহকদের দুর্ভোগের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আপাতত পুরোনো ক্যাবল দিয়ে হলেও দ্রুত লাইন চালুর ব্যবস্থা নেয়া হবে। ঈদগাঁওতে বার বার ক্যাবল চুরির কারণে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
১০ জুলাই’১৩