নিজস্ব সংবাদদাতা, ঈদগাঁও, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ছাত্রীর উপর যৌন নিপীড়নকারী শিক্ষক অলক ভট্টাচার্য্যকে অবশেষে গ্রেফতার করেছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর ভোর রাতে তদন্ত কেন্দ্রের আইসি কবির হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ চন্দনাইশ থানার বরমা এলাকার বাতাজুড়ি গ্রামের নিজ বাসা হতে তাকে আটক করে। জেলার স্বনামধন্য ও প্রাচীণতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আলোচিত এ ঘটনায় ১০ সেপ্টেম্বর গভীর রাতে নির্যাতিত ছাত্রীর মা কক্সবাজার সদর মডেল থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করলে পুলিশ তাকে গ্রেফতার করে। মামলা নং-৩২। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ৮ম শ্রেণী “খ” শাখার এক ছাত্রীর উপর বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক অলক ভট্টাচার্য্য যৌন নিপীড়ন চালিয়েছে মর্মে ছাত্রীর মা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক ওইদিনই সংশ্লিষ্ট শিক্ষককে শ্রেণী কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেন এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদুল আলমকে প্রধান করে তাৎক্ষনিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন। ৪ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেন এবং ঘটনার প্রাথমিক প্রাথমিক সত্যতা প্রমাণিত হয় মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিদ্যালয় পরিচাালনা পরিষদ সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লাহ মোঃ মনজুরুল করিম ওইদিন তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহনের পুর্বে ওই শিক্ষক সভাপতি বরাবর তার পদত্যাগ পত্র জমা দেন। সংশিষ্ট শিক্ষকের পদত্যাগপত্র জমাদানের ৫ দিন পর এবং বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে নির্যাতিতার পক্ষে তার মা বাদী হয়ে থানায় মামলা করলে পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত অভিযোগ করে বলেন, ভুক্তভোগী অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ পাওয়া মাত্র বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পরও স্থানীয় কিছু সংবাদপত্র তিনি ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন মর্মে সংবাদ পরিবেশন করেছে বলে অভিযোগ করেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মনজুরুল কাদের ভুঁইয়া জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।
এস.এম.তারেক
১১/৯/১২
Please send him to hell or send him to encounter.He is ruscle , raper and ravisher. we want his highest punishment.