প্রেস বিজ্ঞপ্তি/ বাংলাদেশে যখন কেউ কেউ কেবলই রুহানিয়াত অর্জনের চেষ্টা চালাচ্ছিলেন আর কেউ কেউ রুহানিয়াত বাদ দিয়ে শুধুমাত্র জিহাদের বুলি আওরাচ্ছিলেন ঠিক তখনই রুহানিয়াত ও জিহাদের এ দুটি ধারাকে সমন্বিত করে ছাত্র সমাজকে রুহানিয়াতের বলে বলীয়ান করে জিহাদের সংগ্রামী পথে অগ্রসর করার প্রচেষ্টা চালাচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এদেশের শিক্ষা ব্যবস্থা সাধারণত ত্রিমুখী ধারায় পরিচালিত। এই ত্রি ধারার শিক্ষা ব্যবস্থার ছাত্র সমাজকে সমন্বিত করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর দ্বীনি ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। গত ২রা নভেম্বর বাদে জুমা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মহেশখালী (উত্তর) উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আয়োজিত ঝাপুয়া বাজার জামে মসজিদ সংলগ্ন শাখার অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিউল আলম, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে প্রধান অতিথি ২০১২-১৩ শেসনের জন্য মু. শামছুল হককে সভাপতি, মু. গিয়াসউদ্দিনকে সহ- সভাপতি ও মু. উমর ফারুককে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষণা করেন।
Leave a Reply