আনোয়ার হোছাইন,=
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঈদগাঁও শাখার উদ্যোগে পল¬ী উন্নয়ন প্রকল্পের আওতায় রশিদ নগর ইউনিয়নস্থ দক্ষিণ কাহাতিয়া পাড়ায় গত ৪ জুন মঙ্গলবার প্রাক-প্রাথমিক বিদ্যালয় “আলো” এর শুভ উদ্বোধন করা হয়। প্রকল্প কর্মকর্তা ছৈয়দুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঈদগাঁও শাখার ব্যবস্থাপক মুহাম্মদ জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দীন। এতে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষানুরাগী মফিদুল আলম, মিজানুর রহমান প্রমূখ। বক্তাগণ বলেন Ñ ইসলামী ব্যাংক আলোকিত সমাজ ও দেশ গড়ার প্রত্যয়ে বিগত ত্রিশ বছর ধরে দলমতের উর্ধ্বে উঠে ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সমাজে শিক্ষা বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় “আলো” প্রাক-প্রাথমিক বিদ্যালয় এবং “আন-নূর” মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজে পিছিয়ে পড়া এবং অবহেলিত দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস। ইসলামী ব্যাংকের এরূপ বহুমূখী কার্যক্রমের ফলে এই ব্যাংক বর্তমানে হোম ব্যাংকে পরিণত হয়েছে। সমাজের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই ব্যাংকের সাথে লেনদেন চালিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে অনুন্নত এ গ্রামীন জনপদে “আলো” প্রাক-প্রাথমিক বিদ্যালয় চালু করায় বক্তাগণ ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।