মোঃ রেজাউল করিম ,ঈদগাঁও……..ইসলামপুর শিল্পাঞ্চল থেকে চেক প্রতারণা মামলায় মিল মালিককে আটক করেছে পুলিশ। ৪ জুলাই রাতে আটককৃত ব্যক্তিকে ছাড়িয়ে নিতে জোর তদবীর চালাচ্ছে প্রভাবশালী মহল। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার রাত ৮টায় ইসলামপুর বাজার থেকে চেক প্রতরণা সংক্রান্ত ২টি মামলার ওয়ারেন্টি আসামী মোহাম্মদ ইলিয়াছ (৩৫) কে আটক করে। আটক ব্যক্তি ইসলামপুরে নব প্রতিষ্ঠিত পপুলার সল্ট ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা এবং স্থানীয় ধর্মের ছড়ার নজীর আহমদের পুত্র। এ এস আই ফারুক জানান, তার বিরুদ্ধে নরসিংদী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৩০৭/১১ মামলা সহ ২টি চেক প্রতারণার মামলা রয়েছে। আটককৃত ব্যক্তিকে ছাড়িয়ে নিতে রাতে এ রিপোর্ট লিখার সময় তদন্ত কেন্দ্রে ব্যাপক তদবীর চালাচ্ছিল প্রভাবশালী মহল।
Leave a Reply