ককসবাজার সদর বিসিক শিল্প নগরী লিংক রোড এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। র্যাব সুত্রে জানা যায়, ২ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ হাজার পিস ইয়াবা সহ ১ টি সি জেড ট্রাক (ঢাকা মেট্রো এ-১৪০৬) আটক ও ৩ জন যথাক্রমে টেকনাফ হ্নীলার তপন বিশ্বাসের পুত্র রতন বিশ্বাস (২৮), উখিয়া গুলিমারার ছিদ্দিক আহমদের পুত্র মো: জাকারিয়া (২১), উখিয়া পালংখালীর আকবর আলীর পুত্র মো: ইসহাক (২০) কে র্যাব-৭ ককসবাজার ইনচার্জ মেজর সরওয়ার-ই-আলমের নেতৃত্বে একদল র্যাবের অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে মেজর সরওয়ার-ই-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাড়াশী অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা সহ ট্রাক আটক ও নিয়মিত ইয়াবা পাচারকারী ৩ জন কে গ্রেপ্তার করি এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply