‘ইনোসেন্স অব মুসলিম’-এর আপত্তিকর ভিডিও ফুটেজ সরানোর সঙ্গে সঙ্গেই বাংলাদেশে ইউটিউব খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ইতিমধ্যে মহানবীবিষয়ক বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কার্টুন ও পোস্ট সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
আজ রোববার বিটিআরসির সম্মেলনকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ইসলাম ও হজরত মুহাম্মদ (স.)-কে অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’-এর ভিডিও ফুটেজ সরিয়ে নিতে গুগলকে চিঠি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইউটিউবে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ইতিমধ্যে বিটিআরসি আজ এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ রক্ষাকারী মাধ্যম যেমন-ইউটিউব, ফেসবুক, টুইটার, মাই স্পেসসহ বিভিন্ন ওয়েবসাইট ও বিভিন্ন ব্লগে ধর্মবিরোধী অপপ্রচার হিসেবে আপত্তিকর ও ব্যঙ্গাত্মক পোস্ট, মেসেজ ও ছবি প্রকাশ হচ্ছে। এটি টেলিযোগাযোগ আইনে দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ থেকে এ ধরনের ধর্মবিরোধী পোস্ট বা ছবি বিভিন্ন মাধ্যমে প্রদান বা প্রকাশ করা হলে বিটিআরসি আইন প্রয়োগকারী সংস্থার সাহায্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।
চলতি বছরে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিম’ ছবিটির পরিচালক নকুল বাসিল নাকুলা। ইসলাম ও হজরত মুহাম্মদ (স.)-কে অবমাননা করে তৈরি এ চলচ্চিত্রের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কয়েকটি ইসলামি সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকা আগুনে পোড়ায়। এ ছাড়া দেশের বিভিন্ন অংশে সাম্প্রদায়িক হামলাও চলছে।<
Leave a Reply